নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কারণ জানিয়ে রাতে ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন সাকিব। একটি সূত্রে জানা গেছে, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর লেখা সেই চিঠিতে ছুটি চাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ফ্যামিলি রিজনস।’ অর্থাৎ পারিবারিক কারণ। সেই ‘পারিবারিক কারণ’টা কী, চিঠিতে সাকিব তা ব্যাখ্যা করে বলেননি বলেই জানা গেছে।

এদিকে, গতকাল (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির কথায় পরিষ্কার ছিল, অতীতে বিভিন্ন সময়ের মতো সাকিব ছুটি চাইলেই এবার তা দিয়ে দেওয়ার সম্ভাবনা কম। সাকিব ছুটি নেওয়ার কারণ হিসেবে যে ‘ফ্যামিলি রিজনস’-এর কথা উল্লেখ করেছেন,

সেটির বিস্তারিত নিশ্চয়ই সাকিবের কাছে জানতে চাইবে বিসিবি। সেই কারণটা জানা না গেলেও সাকিবের ঘনিষ্ঠ একটা সূত্র থেকে জানা গেছে, সাকিব নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে একেবারেই অনড় অবস্থানে আছেন। বিসিবি সেখান থেকে তাঁকে সরাতে পারবে কি না, এটাই এখন প্রশ্ন।