নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও ৪ ঘণ্টা দেরিতে ৮টা ৫ মিনিটে খেলা শুরু হয়। বৃষ্টির বাগড়ার কারণে ইনিংসপ্রতি ২৭ ওভার করে হবে খেলা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে শামীমা সুলতানা ও ফারগানা হকের উড়ন্ত সূচনায় মাত্র ৭.৪ ওভারেই অর্ধশতকের জুটি গড়েছে তারা। কিন্তু এরপরই কিছু দ্রুত উইকেট পড়লে বিপাকে পড়ে টাইগ্রেসরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.৫ ওভারে ৪ উইকেটে ১০৮ রান।
বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, সালমা খাতুন, রিতু মনি, জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফারিহা তৃষ্ণা।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, সোফি ডিভাইন (অধিনায়ক), এমেরিয়া কার, এমি সাদারওয়েট, লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন, ফ্রান্সেস ম্যাকে, ক্যাটি মার্টিন (উইকেটরক্ষক), হেইলি ইয়ানসেন, জেস কার ও হান্না রো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।