চলতি বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে হতাশ হয়েছে ভক্ত সমর্থকরা। আক্ষেপ ও অবাক হওয়ার চিত্র দেখা গেছে ক্রিকেট বিশ্লেষক, সাবেকদের কণ্ঠেও।
তাদেরই একজন দক্ষিন আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে ডু প্লেসি বলেন, ‘হ্যাঁ, আমি পাঁচটির মাঝে পাঁচটি ম্যাচেই হার আশা করিনি।
কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্ম এবং মোমেন্টামটা গুরুত্বপূর্ণ। আপনি যখন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে আসেন তখন আপনাকে ভালো পারফর্ম করতে হবে এবং ভালো শুরু করতে হবে।
আমি যদি ভারতকে উদাহরণ হিসেবে দেখাই তাহলে দেখবেন তাদের শুরুটা ভালো হয়নি। কারণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা ফর্মে ছিল না। তাদের ফর্মে ফিরতে ২-৩ টা ম্যাচ লেগেছিল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।