প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড সফর বাতিল করেছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী মার্চ মাসে তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অজিদের। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে চার দিনের সফরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। কোয়ারেন্টিনের বিধান কিছুটা শিথিল করা হবে, এই আশাতেই অজিদের টি-টোয়েন্টি সফরের সূচি নির্ধারিত হয়েছিল।
কিন্তু কোয়ারেন্টাইনের নিয়ম বহাল থাকায় জানুয়ারিতে কিউইদের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, দুই বোর্ডের যৌথ সম্মতিতে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি সিরিজটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, সীমান্তে বিধিনিষেধ আরোপ করার পর অস্ট্রেলিয়ার এই সফর বাতিল হওয়াটা প্রায় নিশ্চিতই ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।