ফর্মে ফেরার ইঙ্গিতটা আগের দুই ম্যাচেই দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। উইকেটের দেখা পেলেও ছিলেন বেশ খরুচে। কিন্তু এবার পুরোপুরি স্বরূপে দেখা দিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

বল হাতে রীতিমত আগুন ঝরালেন তিনি। আর ফিজের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২০২২ আইপিএলের ৪১তম ম্যাচে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি।

শুরুতে ব্যাট করতে নেমে মোস্তাফিজ ও কুলদিপ যাদবের বোলিং তোপের মুখে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি।