সবশেষ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। দুটি ইনিংসেই ছিল পেয়ার, মানে দুই ইনিংসেই শূন্য। অথচ তার টেস্ট অভিষেকে ‘সেঞ্চুরি’ পেল বাংলাদেশ।

বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে বাঁহাতি ওপেনার নাঈম শেখের অভিষেক হলো ক্রাইস্টচার্চে। ১২৮ টেস্টে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের সংখ্যা সেঞ্চুরি স্পর্শ করলো। দীর্ঘদিন ধরে যারা টেস্ট ক্রিকেট খেলে আসছে সবগুলো দলেরই টেস্ট ক্রিকেটারের সংখ্যা সেঞ্চুরি পেরিয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বিসিবি নর্থ জোনের বিপক্ষে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছেন নাঈম। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার বিবর্ণ। ৬ ম্যাচ ব্যাটিং গড় মাত্র ১৬.৬৩। ফিফটি মাত্র একটি।

নাঈমের সুযোগ মিলেছে মাহমুদুল হাসান জয়ের চোটে। মাউন্ট মঙ্গানুই টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান জয়। ম্যাচে প্রথম ইনিংসে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু অনাকাঙ্খিত চোটে দলের বাইরে এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলছেন নাঈম শেখ। সেখানে মোটামুটি নিজেকে মেলে ধরায় ওয়ানডেতেও সুযোগ হয়। এবার সাদা পোশাকে তার অভিষেক হলো। দেখার বিষয় ক্রিকেটের অভিজাত সংস্করণে শুরুটা কেমন করেন বাঁহাতি ওপেনার।