বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। এ নিয়ে টানা বিপিএলে দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ।

এর আগে, ২০২০ সালে সপ্তম আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট তিনি। এবারের আসরে টুর্নামেন্টের ১১ ম্যাচে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজ-সাকিবের মতো অভিজ্ঞদের পাশাপাশি নিজেকে চিনিয়েছেন মৃত্যুঞ্জয়। ৮ ম্যাচে খেলে ১৫ উইকেট শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তিনি।

এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ৫ জন
মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) – ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

 

কলমকথা/সাথী