লিগ স্পিনার মিচেল সুয়েপসনের অভিষেকের ম্যাচে টস কিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘ ১৩ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার কোনো লেগ স্পিনারের অভিষেক হলো। অপরদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে স্পিনিং উইকেট বানানোর ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। তাই দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার দলে এসেছে পরিবর্তন। ডানহাতি পেসার জশ হ্যাজলউডকে বসিয়ে লেগস্পিনার মিচেল সুয়েপসনের অভিষেক করিয়েছে অজিরা। দেশটির ৪৬৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে সুয়েপসনের। দীর্ঘ পাঁচ বছর দলের সঙ্গে বিভিন্ন সফরে যাওয়ার পর অবশেষে সাদা পোশাকে মাঠে নামছেন তিনি।

এদিকে ২০০৯ সালে সবশেষ কোনো লেগস্পিনার অভিষেক করিছিল অস্ট্রেলিয়া টেস্ট দলে। সে সময় টেস্ট ক্যাপ পেয়েছিলেন ব্রাইস ম্যাকগেইন। প্রায় ১৩ বছর পর ফের লেগস্পিনার হিসেবে একাদশে এলেন সুয়েপসন। কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর এক সপ্তাহ পরই দলে লেগস্পিনার ফেরাল অজিরা।

এদিকে পাকিস্তানের দলের এসেছে দুই পরিবর্তন। ইফতেখার আহমেদ এবং নাসির শাহের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান আলি ও ফাহিম আশরাফ।

 

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নওমান আলী, সাজিদ খান, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস ল্যাবুসচেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল সুইপসন, নাথান লিয়ন

 

 

কলমকথা/ বিথী