আবুধাবীতে নিউজিল্যান্ড আজ যদি হারিয়ে দেয় আফগানিস্তানকে, তাহলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে কেন উইলিয়ামসনের দল। ভারত ছিটকে পড়বে আসর থেকে।
হেরে গেলে সেমির রেসে টিকে থাকবেন উইলিয়ামসনরা। লড়াইয়ে উঠে আসবে মোহাম্মদ নবীর আফগনিস্তানও। তখন ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে হাজারগুণ। এমন সমীকরণে আজ টি-টোয়েন্টি বিশ্ব কাপে আফগানিস্তান ১৩৩ কোটি ৯০ লাখ মানুষের সমর্থন নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে।
যদিও ২০২০ সালের আদম সুমারি অনুযায়ী আফগানিস্তানের জনসংখ্যা তিন কোটি ৯০ লাখ। কিন্তু আজকের ম্যাচে ভারতের ১৩০ কোটি মানুষ আফগানদেরই সমর্থক।
প্রথম দু’টি ম্যাচে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যস্ত হলেও আফগানিস্তান এবং স্কটল্যান্ড ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসেছে। নেট রান রেটে ভারত নিউজিল্যান্ডের থেকে এগিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।