অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৩ রানে, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ও তৃতীয় ম্যাচে ১০ রানে জয়লাভ করে টাইগাররা। তবে চতুর্থ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। দুদলের মধ্যকার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

চতুর্থ ম্যাচ হারায় এখন আর ৫-০ করার সম্ভাবনা নেই ঠিকই, তবু অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর সুযোগও নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ানদের আরেকবার ছন্দহীন দেখাতেই মরিয়া টাইগাররা।

 

সেই লক্ষ্যে নিজেদের ওপর বিশ্বাসও এখন বেশি বলে জানালেন তরুণ ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখতে পারছে। একজনের ওপর কেউ ছেড়ে দিচ্ছে না। এ রকম থাকলে দলকে জয় এনে দেওয়া কঠিন হয় না। খেলাটা সহজ হয়ে যায়।’