দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর পর দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
টাইগাররা নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে ওয়ানডে সিরিজের আগে একটি এক দিনের এবং টেস্ট সিরিজের আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৪ মার্চ প্রথম দিনের অনুশীলনের পর ওয়ানডে দলের পুরো স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ।
এরপর ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। এরপর ২৬ ও ২৭ মার্চ চ্যাটসওর্থে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।