উইল ইয়াং ও রস টেলরের ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার মতো ক্ষেত্র প্রস্তুত করার কাজ যখন করছে নিউজিল্যান্ড, তখনই এবাদত হোসেনের পেসে কেঁপে উঠলো কিউইদের পরিকল্পনা। দুই ওভারের মাঝে উইল ইয়াং, হেনরি নিকোলস ও টম ব্লানডেলকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে আবারও পেছনের পায়ে ঠেলে দিয়েছেন বাংলাদেশের এই পেসার। টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে দ্রুতই সাজঘরে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

তারপর রস টেলর ও ওপেনার উইল ইয়াংয়ের জুটিতে লিড নেয় কিউইরা। কিন্তু এবাদত বোলিংয়ে এসে একই ওভারে উইল ইয়াং ও হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করলে কিউইদের ম্যাচ বাঁচানোর পরিকল্পনায় লাগে বিশাল ধাক্কা। এরপরের ওভারে টম ব্লানডেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এবাদত।

ডানহাতি এই ফাস্ট বোলারের দারুণ পেসের সাথে উইকেট টেকিং লাইন-লেংথেই বিপদে পড়েছে কিউইরা। এর আগে, ১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪১ রান। শেষ আন্তর্জাতিক টেস্ট সিরিজ খেলা রস টেলর ব্যাট করছেন ৩৩ রান নিয়ে। কিউইদের লিড এখন মাত্র ১১ রানের। এর আগে ৪৫৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।