কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরটা মোটেও ভালো কাটছিল না প্যাট কামিন্সের। দলটির হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন। কিন্তু এর জন্য ওভারপ্রতি খরচ করেছেন ১০ এর উপরে রান। এবার আরও একটি দুঃসংবাদ শুনলেন কামিন্স। ইনজুরির কারণে আইপিএলের এই মৌসুমে আর খেলা হচ্ছে না অজি টেস্ট কাপ্তানের।

হিপ ইনজুরিতে আইপিএল থেক ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেইসার প্যাট কামিন্স। শুক্রবার দেশে ফিরে গিয়েছেন অজি এই তারকা ক্রিকেটার।

দেশে ফেরার পরপরই ইনজুরি কাটিয়ে ফিরতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন কামিন্স, তবে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, খুব একটা গুরুতর নয় তার ইনজুরি।

আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই কামিন্স সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের চলতি আসরে পাঁচটি ম্যাচ খেলেছেন তারকা এই পেইসার। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতেও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে ডানহাতি ব্যাটারকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতক বাগিয়ে নেয়া ক্রিকেটার হিসেবে। দল ইতোমধ্যেই প্লে অফ থেকে ছিটকে পড়েছে। সে কারণে নিজের ইনজুরির দিকে নজর দিতে দেশে ফিরে গেছেন তারকা এই পেইসার।