ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ‘ঈশ্বরগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন’ প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং উপজেলা যুবলীগের পৃষ্ঠপোষকতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ নান্টু এর সঞ্চালনায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। মত বিনিময় সভায় স্থানীয় ক্রিকেট খেলোয়াড়, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ২০২১-২২ মৌসুমে শুরু হওয়া ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ঈশ্বরগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন যাতে প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে টিকে থাকতে পারে, সেই লক্ষ্যে সঠিক পরামর্শ ও ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান বক্তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।