ভারত সফরে পাওয়া চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ফলে দলের সেরা ব্যাটারকে ছাড়াই বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা।
এর আগে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাথে ছিলেন না কেইন উইলিয়ামসনসহ নিয়মিত অনেক তারকা। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই এই ঠান্ডা মাথার অধিনায়ক।
তার জায়গায় অধিনায়কত্ব করবেন বাঁহাতি ওপেনিং ব্যাটার টম লাথাম। এবারই প্রথমবারের মতো পুরো সিরিজের জন্য দায়িত্ব পালন করতে চলেছেন ২৯ বছর বয়সী লাথাম। স্কোয়াডে বাকি সব তারকা খেলোয়াড়কেই পেয়েছেন তিনি। এরচেয়েও অবাক করার মতো বিষয় হলো,
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইতিহাস গড়ে ইনিংসে ১০ উইকেট নিলেও এই সিরিজে দলে জায়গা হয়নি স্পিনার অ্যাজাজ প্যাটেলের। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনায় অ্যাজাজ নেই বলেই তাকে স্কোয়াডে রাখা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।