ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সারেন মাশরাফি।
এর আগে ২০২০ সালের আসরে মাশরাফি খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডির হয়ে। তবে ওই মৌসুমে মাত্র এক ম্যাচ খেলার পরই করোনা হানা দেয়। এরপর গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টটি আয়োজন করে সিসিডিএম। কিন্তু মাশরাফি তাতে অংশ নেননি।
আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘শেষ বার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে তখন বন্ধ হয়ে গেলো। খুবই ভালো লাগছে, শুধু আমার না, আমি নিশ্চিত প্রিমিয়ার লিগ যারা খেলে, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারইতো এই লিগটা খেলে। তারা সবাই আনন্দিত হবে যে আবারও টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে।’
ওয়ানডেতে খেলা তার জন্য সহজ জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘এটা সমস্যা না। আমিতো টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসরে গিয়েছি। ওয়ানডেই আমি সবসময় খেলে এসেছি এবং আমার ফোকাসই ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সবসময় খেলে এসেছি এবং আমি বুঝিও ভালো, আমার জন্য সহজও।’
আজ থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া। আগামীকালও চলবে এটি। সরাসরি ও অনলাইন; দুই প্রক্রিয়াতেই ক্রিকেটাররা চুক্তি সারতে পারবেন। এই টুর্নামেন্ট মাঠে গড়াবে মার্চের ১৫ তারিখ থেকে। আগের দিন ১৪ মার্চ হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া প্রতিটি দল ১ জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।