সাবেক সতীর্থ মিচেল জনসনের তীব্র সমালোচনার জবাবে অবশেষে মুখ খুললেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ দিয়েই এই সংস্করণকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ওপেনার।

সাদা পোশাকে ফর্মে না থাকার পরও সিরিজের প্রথম টেস্টের দলে ওয়ার্নার জায়গা পাওয়ায় ক্ষোভ উগরে দেন সাবেক অসি পেসার জনসন।

বল টেম্পারিং-কাণ্ডে ওয়ার্নারের জড়িত থাকার ব্যাপারটি সামনে এনে তিনি দাবি করেন, একজন খলনায়কের এভাবে অবসর নেওয়ার অধিকার নেই। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট। জনসনের আক্রমণাত্মক বক্তব্যের সমালোচনা করে বর্তমান ও সাবেক সতীর্থদের অনেকেই ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন।

আলোচিত এই ইস্যুতে শুক্রবার প্রথম মুখ খুললেন ওয়ার্নার। তবে ইটের জবাবে পাটকেল ছোড়েননি তিনি। উলটো বিষয়টি হেসেই উড়িয়ে দিলেন ওয়ার্নার, এমন শিরোনাম ছাড়া গ্রীষ্ম জমে নাকি! সবারই নিজস্ব মতামত আছে। ব্যাপারটা এমনই। এখন সামনে তাকাতে গেলে আমরা ভালো একটি টেস্টের জন্য মুখিয়ে আছি।