সুপার টুয়েলভ রাউন্ডের একটি ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে চলতি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। সোমবার দুবাইতে বাংলাদেশ সময় রাত আটটায় নামছে ভারত ও নামিবিয়া। আগেই সেমির চার দল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার।
সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড। তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। দুই দলের পয়েন্ট সমান (পাঁচ ম্যাচে ৮) হলেও অজিদের (+১.২১৬) চেয়ে নেট রান রেটে এগিয়ে ইংলিশরা (+২.৪৬৪)। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে দক্ষিণ আফ্রিকার (+০.৭৩৯)। তারাও পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে।
দুই নম্বর গ্রুপের সেরা হয়ে সবার আগে সেমির টিকিট কেটেছে পাকিস্তান। পাঁচ ম্যাচে তাদের অর্জন পূর্ণ ১০ পয়েন্ট। এদিকে, ভারত ও আফগানিস্তানকে পেছনে ফেলে গ্রুপের রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। আগামী বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
পরদিন দুবাইতে দ্বিতীয় সেমিতে পাকিস্তান মোকাবিলা করবে অস্ট্রেলিয়াকে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। দুই বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর দুবাইতে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।