![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/da62b73a-8503-4387-b0cc-063b2af86786_nn.jpg)
গত বছর একদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।
এক বিবৃতিতে আইরিশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। ৩৮ বছর বয়সী আইরিশ কিংবদন্তি জানান, তার ইচ্ছা ছিল এবছর অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
তবে গতবছর টি২০ বিশ্বকাপের পর থেকেই তিনি আর জাতীয় দলে সুযোগ পাননি। তাই তার মনে হয়েছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা আর তার কথা ভাবছেন না।
সেকারণেই অবসর নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, ২০০৬ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় কেভিন ও’ব্রায়েনের। তার হাত ধরেই আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে টেস্ট খেলুড়ে দেশে পরিণত হয় আয়ারল্যান্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।