আন্তর্জাতিক টি-২০তে অধিনায়ক হিসেবে চলতি বছর সর্বোচ্চ রান করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এর পাশাপাশি এক ক্যালেন্ডার ইয়ারে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তিনি।

তারপরই আছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুজন পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এতদিন এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান করা অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ২০১৯ সালে তিনি ৪৫৬ রান করেছিলেন।

চলতি বছর তাকে টপকে শীর্ষে উঠেন বাবর। আন্তর্জাতিক টি-২০তে বাবর আজম এ বছর রান করেছেন ৮৩৪। মাত্র ২৬ ইনিংসে করা বাবরের এই রানের রেকর্ড হয়তো আর কেউ ভাঙতে পারবে না।

অন্তত চলতি বছর তো নয়ই। শুধু বাবরই নন, কোহলিকে টপকে গেছেন বাংলাদেশ অধিনায়ক রিয়াদও। এ বছর ২৬ টি-২০ ম্যাচ খেলে টাইগার ক্যাপ্টেন করেছেন ৪৮৩ রান। যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। বাবর-রিয়াদের উত্থানে এই তালিকায় তিনে নেমে গেছেন কোহলি।