কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে বিদেশের মাটিতে এক দিনের ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রেকর্ড এখন বিরাট কোহলির দখলে। ওয়ানডেতে ১৪৭ ম্যাচে ৫ হাজার ৬৫ রান করেছিলেন শচীন। তার চেয়ে ১১ রান কম ছিল কোহলির।
বুধবার পার্লেতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫১ করে আউট হয়ে যাওয়ার আগে শচীনকে তিনি সহজেই টপকে যান। অজি কিংবদন্তি রিকি পন্টিংকও ছাড়িয়ে বিদেশের মাটিতে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি।
বিদেশের মাটিতে পন্টিংয়ের রান ছিল ৫ হাজার ৭০। নিজ দেশের বাইরে ওয়ানডেতে কোহলির মোট রান এখন ৫ হাজার ১০৫। সবার উপরে রয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ১৪৯ ম্যাচে তিনি ৫ হাজার ৫১৮ রান করেছেন।
কলম কথা / বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।