মোহামেডান সাদা-কালো জার্সির ঐতিহ্যই আলাদা। এই স্বনামধন্য ক্লাবকে ঘিরে কেউ ষড়যন্ত্রের মেতেছে কি না তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। যা নিয়ে সামাজিক যোগাযোগেও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সত্যি বলতে কি যা ঘটেছে মোহামেডানের সমর্থকরা আঘাত ও বিস্মিত হতেই পারেন। বিষয়টি হালকা করে দেখার উপায় নেই। কেননা এর সঙ্গে সাদা-কালোর ইমেজ জড়িয়ে আছে।

অবিশ্বাস্য ঘটনায় বলা যায়, মোহামেডান প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলবে আর তা তাদের চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর আকাশী-নীল জার্সি গায়ে চড়িয়ে। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন ও মিরাজদের মতো তারকা ক্রিকেটার নিয়ে মোহামেডান অনেক দিন পর শক্তিশালী দল গড়েছে।

ফুটবলে যা পারেনি ক্রিকেটে তা করে দেখাল। আগে তো ক্রিকেট লিগে রঙিন জার্সি ছিল না। সাদা টি শার্ট ও সাদা প্যান্ট পরে মাঠে নামত। এখন রঙিন জার্সি, সেখানে মোহামেডানের কালার সাদা-কালো হবে সেটাই স্বাভাবিক। আবাহনীর জার্সির রং হলো কোন যুক্তিতে।

ক্লাবের অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল এমন কান্ডে প্রতিবাদ করেছেন। বলেছেন, ‘মোহামেডানে সুনাম যারা ক্ষুণ্ণ করেছে তাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আবাহনীর জার্সি পরে মাঠে নামা মানে ঐতিহ্য শেষ হয়ে যাওয়া। আমার বিশ্বাস মোহামেডান তার নিজের জার্সিতেই মাঠে নামবে। তা না হলে আমরা এর প্রতিরোধ করব।’

 

 

কলমকথা/ বিথী