পাঁচ ম্যাচ সিরিজে গতকাল চতুর্থ ম্যাচে প্রথমবার হেরেছে বাংলাদেশ। ৩ উইকেটের এই হারের দিনেও বল হাতে ভয়ংকর ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ৯ রান। একটি মেডেনও আছে। অন্যদিকে একই ম্যাচে সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা মেরে হইচই ফেলে দিয়েছেন বর্ষীয়ান অল-রাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। ম্যাচ শেষে তিনি জানালেন, মুস্তাফিজের বল অনেকটা ‘গতিময়’ রশিদ খানের মতো।
তাকে খেলার কোনো সমাধান অজিরা খুঁজে পায়নি। ক্রিশ্চিয়ান বলেন, ‘এই কন্ডিশনে মুস্তাফিজকে সামলানো অসম্ভবের কাছাকাছি। ওর কাটারগুলো দারুণ। অনেকটা ‘গতিময়’ রশিদ খানকে খেলার মতো।এই ম্যাচের আগে আমরা তাকে খেলার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছি। তাকে সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে খেলব নাকি লেগ সাইডে। তার বলে অনেক বৈচিত্র।
পিচেও বল উঠা-নামা করে। তার বল কেমন হবে, বোঝার উপায় নেই। সামনের পায়ে তাকে খেলা সত্যিই কঠিন, কারণ কোনো বল টার্ন করবে, কোনোটি বাউন্স।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই মুস্তাফিজকে খেলার কোনো সমাধান বের করতে পারিনি। কারণ এই ম্যাচেও সে ওভারপ্রতি মাত্র ২ রান করে দিয়েছে। সত্যিই দুর্দান্ত বোলিং, কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে।
ওভারপ্রতি ৬ করে করতে পারলেই এখানে জয়ের মতো স্কোর। সেখানে যখন কালকে (শুক্রবার) উইকেটে গেলাম, পুরনো বলে ওভারপ্রতি ১২ করে লাগত। ৫ জন ফিল্ডার ছিল সীমানায়, মাঠও বড়। আর মুস্তাফিজকে খেলা ছিল খুবই কঠিন। এই কন্ডিশনে এই ধরনের বোলিং খেলার চেয়ে কঠিন কিছু বিশ্বের কোথাও কোনো পর্যায়ে হয় না।’