ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীর মানেই কলকাতা নাইট রাইডার্স দল।
এখন পর্যন্ত দলটির সবচেয়ে সফল অধিনায়ক তিনি। দুবার শিরোপা এনে দিয়েছেন শাহরুখ খানকে।
আর সেই গম্ভীরই যোগ দিয়েছেন আইপিএলের নতুন দল লখনউয়ে। আইপিএল-২২ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে লখনউ। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার।
এবার গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আইপিএলের দুবারের শিরোপাজয়ী এই অধিনায়ককে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়েছে।
গম্ভীরের নিয়োগ নিশ্চিত করেছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জিব গোয়েঙ্কাও।
তিনি বলেন, ‘আমরা গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়েছি।’
নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গম্ভীরও। তবে কেকেআরের প্রসঙ্গ টানতে ভুললেন না তিনি।
ভারত দলের সাবেক ওপেনার বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কা এবং আরপিএসজি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জয়ের ক্ষুধা বেঁচে রয়েছে। শুধু সাজঘরের জন্য নয়, গোটা উত্তরপ্রদেশের জন্য লড়াই করব। কেকেআরের হয়ে দুবার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।’
প্রসঙ্গত কলকাতাকে নেতৃত্ব দিয়ে ২০১২ ও ২০১৪ সালে কাপ জেতান গম্ভীর। কলকাতায় খেলার আগে এবং পরে দিল্লি দলের হয়ে খেলেছেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সর্বশেষ গম্ভীরকে দেখা গিয়েছিল। এর পর আইপিএলে কোনো দলের সঙ্গে দেখা যায়নি তাকে।
অবসরের পর ভারতের রাজনীতির মাঠেও ছক্কা হাঁকাচ্ছেন গম্ভীর। বর্তমানে পূর্ব দিল্লির বিজেপির সংসদ সদস্য।
আইপিএলে ১৫৪ ম্যাচ খেলে ৪২১৭ রান করেছেন গম্ভীর। যেখানে ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।