দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে দেশটির সেরা ওপেনার রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে। কিন্তু তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাঠে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

যে কারণে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, যখন প্রতিপক্ষের একটি বড় পার্টনারশিপ তৈরি হচ্ছে, সেটা ভাঙতে গেলে কী করতে হবে, সেই ভাবনার জায়গাটাই নেই রাহুলের।

আমি মনে করি, এটি ব্যাট করার জন্য খুব ভালো পিচ ছিল। বল বেশ সুন্দরভাবে ব্যাটে আসছিল। কিন্তু কীভাবে ব্যাটসম্যানদের আটকাতে হয়, সেই সম্পর্কে রাহুলের কোনো জ্ঞানই নেই। রাহুলের ভুল স্ট্র্যাটেজির জন্য প্রতিপক্ষ দল বড় স্কোর করতে সমর্থ হয়েছে।

কলমকথা/ সাথী