স্লো লেন্থ ও একটু পাশ দিয়ে যাওয়া বল ছক্কা হাঁকাতে চাইলেন মোহাম্মদ নবী। ডিপ কভারে দাঁড়িয়ে থাকা আফিফ হোসেন উড়ে আসা বল ধরে ফেললেন। ব্যস, সাকিব আল হাসান পেয়ে গেলেন তার ১১৮তম টি-টোয়েন্টি উইকেট, রঙিন জার্সিতে তিনি স্পর্শ করলেন একটি মাইলফলক।

সাদা বলে এটি সাকিবের ৪০০তম উইকেট। ওয়ানডেতে তার পকেটে গেছে ২৮২ উইকেট। পরে বাঁহাতি স্পিনার নিয়েছেন আরো একটি উইকেট।

সাকিব বোলিংয়ে আসেন নবম ওভারে। মাত্র ৪ রান দেন তিনি। ১১তম ওভারে সেই মাইলফলক ছোঁয়া উইকেট। রান দেন আবারো চারটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে ২৭ রানে মুনিম শাহরিয়ারের ক্যাচ বানান। চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন সাকিব।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ১৫ বছরের। ৫৯ টেস্ট ও ২১৮ ওয়ানডে খেলে সাকিব পেয়েছেন যথাক্রমে ২১৫ ও ২৮২ উইকেট। ৯৫তম টি-টোয়েন্টি খেলছেন তিনি।