ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসেন তিনি।
বিপিএল ধামাকা শেষ। এবার শুরু জাতীয় দলের সিরিজ। ২৩ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এটা শেষে বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকা সফর।
তার আগে আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। আর আজই সেখানে পৌঁছেছে আফগানিস্তান দল। এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে আজই বাংলাদেশে আসছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমতউল্লাহ গুরবাজ। তারা দলের সঙ্গে সরাসরি চট্টগ্রামে যোগ দেবেন।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়।
ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি হবে ৩ মার্চ। দ্বিতীয়টি ৫ মার্চ। ম্যাট দুটি শুরু হবে বিকেল ৩টায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।