মিরপুর একাডেমি মাঠের ডিউটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা। বিপিএলের ছয় দলের অনুশীলনের একমাত্র ঠিকানা এই একাডেমি মাঠ। এক দলের অনুশীলন শেষ করার আগেই হাজির অন্য দল। তাই তো শেষ কয়েকদিনে মিরপুর যেন ‘ক্রিকেটার সমুদ্রে’ রূপ নেয়। প্রত্যেক দলের জন্য বরাদ্দ তিন ঘণ্টার স্লট। এর মধ্যেই সারতে হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন।
এবার মাঠে নামার পালা। রাত পোহালেই শুরু তাদের মহারণ। এর আগে ছয় দলের অধিনায়ককে এক ছাদের নিচে নিয়ে আসলেন আয়োজকরা। সাকিব, মিরাজ, মোসাদ্দেক, মুশফিক, মাহমুদউল্লাহ ও ইমরুলের হাত ধরে উন্মোচিত হলো ‘বঙ্গবন্ধু বিপিএল ২০২২’-এর ট্রফি। সোনালি রঙের ট্রফি হাতে হাসিমাখা মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন প্রত্যেকে।
২৭ দিন, ৩৪ ম্যাচ শেষে জানা যাবে কার মুখের হাসি টেকে। কে জেতে ধুন্ধুমার টি-টোয়েন্টির শিরোপা। ঢাকা, কুমিল্লা এর আগে বিপিএলের শিরোপা জিতেছে। জেতেনি বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও খুলনা। বিপিএলের অষ্টম আসর নতুন চ্যাম্পিয়ন পাবে নাকি পুরোনোদের হাতে যাবে শিরোপা? উত্তরটা পাওয়া যাবে ১৮ ফেব্রুয়ারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।