এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান। বুধবার (৭ সেপ্টেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ভারতের সাথে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারা আফগানিস্তানের এটা টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। খানিকটা ফুরফুরে মেজাজে থাকা পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন নেই।
তবে আফগানিস্তান দলে আছে দুই পরিবর্তন। ফিরেছেন আজমাতুল্লাহ ওমরজাই। আর নবীনউল হকের জায়গায় আফগান দলে ফরিদ আহমেদ। এদিকে টানা দুই ম্যাচে জিতে অলিখিতভাবে ফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।