দক্ষিণ আফ্রিকার সফরকে সামনে রেখে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে চম্পকা রমানায়েকে বেছে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেটের সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এই কোচের নাম। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলিং কোচ হিসেবে অনেক পেসারকে আন্তর্জাতিক ময়দানের জন্য গড়ে তোলার কারিগর চম্পকা।
এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। বর্তমানে ছায়া দল বাংলাদেশ টাইগার্সের সাথে কাজ করছেন চম্পকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত এই কোচকেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পেস বোলিং কোচ চূড়ান্ত হয়নি এখনও। কথাবার্তা চলছে, দেখছি। চম্পকা দক্ষিণ আফ্রিকায় যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।