পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগারদের হার সময়ের ব্যাপার মাত্র। এই টেস্টে মুমিনুল বাহিনী বড় ব্যবধানে হারছে তা দিবালোকের মতো স্পষ্ট। দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অলআউট হয়েছে টাইগাররা। ফলে এখনো ৩৩২ রানে হারল লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার ২৭ রান তুলতে তিন উইকেট হারায় টাইগাররা। আজ সোমবার (১১ এপ্রিল) সকালের প্রথম সেশনেই আরো তিন উইকেট হারিয়ে মহা চাপের মধ্যে আছে রাসেল ডমিঙ্গো শিষ্যরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০.৪ অবশেষে ৭ উইকেটে হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬৯ রান। লিটন দাস ৩৪ বল মোকাবেলা করে ২৭ রানে আউট হন। মেহেদী হাসান মিরাজ ১৯ বল মোকাবেলা করে ৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন। টাইগারদের যে ৭টি উইকেট পতন ঘটেছে তা হচ্ছ, মাহমুদুল হাসান জয় ০ রানে আউট হন। তামিম ইকবাল২২ বল থেকে ১৩ রান, নাজমুল হোসেন শান্ত ১০ থেকে ৭, অধিনায়ক মমিনুল হক ২৫ বল মোকাবেলা করে ৫ রান, নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম ৮ বল থেকে ১ রান এবং ইয়াসির আলী রাব্বি ৪ বল মোকাবেলা করে রানের খাতা খুলতে পারেননি। লিটন দাস আউট হয়েছেন ২৭ রান করে। এই সাত ব্যাটারের ব্যর্থতায় পোর্ট এলিজাবেথে হারের শঙ্কায় কাঁপছে টাইগাররা।
ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২২০ রানে হেরেছিল টাইগাররা। পোর্ট এলিজাবেথ কি হবে তাই দেখার বিষয়। টাইগাররা হার এড়াতে পারবে না তা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। এ টেস্টে হারলে দুই ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হবে মমিনুল বাহিনী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।