ফাইনালের মতো ফাইনাল হলো। এক কথায় অবিশ্বাস্য ম্যাচ। এক দলের নাটকীয় জয়, আরেক দলের তীরে এসে তরী ডুবল। ম্যাচের আগে দুই দলের কোচ বলেছিলেন, গুরুত্বপূর্ণ সময়ে যে দল নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে- তারাই জিতবে।
আর সেটাই ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে। শেষ ৩ ওভার ছিল উত্তেজনায় ঠাসা। স্নায়ুচাপে ভেঙে পড়ার মতো অবস্থা।
সেখানে স্নায়ুচাপকে সামলে নিয়ে মাত্র ১ রানে জয়ী হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ উইকেট হাতে থাকার পর শেষ ১৮ বলে ১৮ রান করতে গিয়েও পারেনি ফরচুন বরিশাল। বিষয়টিতে চরম হতাশ হয়েছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘আমরা যেখানে থেকে হেরেছি, সেখান থেকে হারার কথা নয়। এটা চরম ব্যর্থতা। এই না পারার কোনো অজুহাত নেই। শেষ ২ ওভারে বাউন্ডারি বের করতে না পারলে দল জিতবে কী করে?
সোজা কথা হলো, আমরা এই জায়গায় পারি না। বারবার এমন পরিস্থিতিতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আজ (শুক্রবার) আবার প্রমাণ হলো যে আমাদের ক্রিকেট সেভাবে আগায়নি। আমরা একই জায়গায় গিয়ে আটকে আছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।