ঢাকা টেস্টে গতকাল স্বপ্নের মতো একটা দিন পার করল বাংলাদেশ। সাকিব-তাইজুলের তোপে ভারতকে অলআউট করার পর শেষ বিকেলে ব্যাট হাতে দৃঢ়তা দেখালেন দুই ওপেনার জাকির ও শান্ত।
যদিও এখনও বাংলাদেশ পিছিয়ে ছিল ৮০ রানে। তবে তৃতীয় দিনের শুরুটা একদমই ভালো হলো না টাইগারদের। আগের দিনের করা ৭ রান নিয়ে খেলতে নেমে শনিবার (২৪ ডিসেম্বর) ৬ রান যোগ করতেই আউত হন নাজমুল হোসেন শান্ত।
রবীচন্দন অশ্বিনের লেন্থ বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাঁহাতি এ ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ রান করেছে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।