চতুর্থ আইপিএল শিরোপা উঠল ৪০ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনির হাতে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্দশ আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনিকে সঞ্চালক বলেন, ‘ছেড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের জন্য যা রেখে গেলেন, তার জন্য আপনি নিশ্চই গর্বিত।’ ধোনির জবাব, ‘ছেড়ে যাইনি এখনও।’

ধোনির এই মন্তব্যে খুশি ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তাহলে ধোনি কি আগামী বছরও হলুদ জার্সি পরে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাব অবশ্য তিনি দেননি। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৯ বছর বয়সে শেন ওয়ার্নের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে দেওয়ার পরে ধোনি বলেন, ‘সামনের বছর আমি থাকব কিনা, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে। দুটি নতুন দল যুক্ত হচ্ছে। অনেক নিয়মই বদলে যাবে।’

কিছুদিন আগেও ধোনি বলেছিলেন, চেন্নাইয়ের মানুষ তাকে নিজেদের মাঠে বিদায় জানানোর সুযোগ পাবেন। তার লক্ষ্য যে অনেক দূরের, সেটাও স্পষ্ট করে দিয়ে ধোনি বলেন,

‘চেন্নাইয়ের জন্য যেটা ভালো হবে, সেটাই আমরা করব। এটা শুধু আমি খেলব কিনা, তার ব্যাপার নয়। দলকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেটাই লক্ষ্য। আমাদের এমন একটা দল করে রাখতে হবে, যারা আগামী ১০ বছর এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’