ইংল্যান্ডের বিপক্ষে নামার আগেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠেছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বকাপের মাঝপথেই টাইগার অলরাউন্ডারকে টপকে শীর্ষে উঠে গেলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
দুজনের রেটিং পয়েন্টই সমান ২৭১। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে থেকে রাজত্ব হারিয়েছেন সাকিব। বিশ্বকাপের সুপার টুয়েলভের তিন ম্যাচ ব্যাট হাতে ২৩ রান ও বল হাতে মাত্র ২ উইকেট।
হ্যামস্ট্রিংয়ের চোটে দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে যান সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরে আসার আগে কিছুদিন সেখানেই অবস্থান করবেন টাইগার এই অলরাউন্ডার।
সাকিব বর্তমানে অবস্থান করছেন র্যাংকিংয়ের দুই নম্বরে। অন্যদিকে ধারাবাহিকভাবে ভালো খেলার সুবাদে তিন নম্বরে উঠে এসেছেন নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।