নানা নাটকের পর অবশেষে মিরপুরে বৈঠকে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরে আসেন বোর্ড সভাপতি পাপন। খানিক সময় পর বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন সাকিবও। জানা গেছে, দেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভাপতির রুমে বৈঠকে বসেছেন সাকিব।

এর আগে, দক্ষিণ আফ্রিকা সফরে দলের নিজের নাম দেয়ার পরও হঠাৎ সফর থেকে বিশ্রাম চেয়ে বসেন সাকিব। সাকিবের এমন সিদ্ধান্তের পর উত্তপ্ত হয়ে উঠে দেশের ক্রিকেটাঙ্গন। নাম সরিয়ে নেয়ার কারণ হিসেবে সাকিব বলেন, এই মুহূর্তে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন তিনি। তাই বিসিবিও তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে পাঠায়।

এরপর বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আরও সিরিজ আছে। তার কী পরিকল্পনা, সেটা দেশে আসার পর আমাদের সঙ্গে বসে জানাবে। তার পরিকল্পনা শুনি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’

 

 

কলমকথা/ বিথী