দলের সেরা ব্যাটসম্যান কুইন্টন ডি কক নেই দলে! প্রথমে বলা হয়েছিল ‘ব্যক্তিগত কারণে’ মাঠে নামেননি ডি কক। পরে জানা গেছে, ম্যাচের আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাতে সবাইকে হাঁটু গেড়ে বসার নির্দেষ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আজ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। তাতে কেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তাঁকে দেখা য্যানি, সে ব্যাখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক। কেন হাঁটু গেড়ে বসতে রাজি হননি, কেন তাঁর মনে হয়েছে, এমন নির্দেশ দেওয়ায় অধিকার ক্ষুন্ন হয়েছে, সেটা বিবৃতিতে ব্যাখ্যা করেছেন ডি কক।

তিনি বলেন, আমি যদি বর্ণবাদী হতাম, আমি খুব সহজে হাঁটু গেড়ে বসতে পারতাম এবং মিথ্যা বলতে পারতাম, কিন্তু সেটা ভুল হতো এবং ভালো একটা সমাজ এতে সৃষ্টি হতো না।’

‘আমি মিথ্যা বলব না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচ খেলতে যাওয়ার পথে ‘মানতেই হবে, না হলে…’—ইঙ্গিতপূর্ণ এমন একটা নির্দেশনা দেখে স্তব্ধ হয়ে গেছি।