নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজন। দলের বাকিরা দেশে ফিরবেন ১৫ জানুয়ারি। তবে সেই বহরে থাকবে না হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বিদেশি কোচিং স্টাফরা। গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন খালেদ মাহমুদ সুজন ও মুশফিকুর রহিম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৯টা ৩৫ নাগাদ বের হন দুজন। প্রথম খালেদ মাহমুদ তারপরই গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন মুশফিক। দলের বাকি সদস্যরা দেশে ফিরবেন ১৫ জানুয়ারি। সেই সফরে অবম্য থাকছেন না হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ অন্যান্য বিদেশি কোচরা। ডোমিঙ্গো আর বাংলাদেশে ফিরবেন কিনা সেটি অবশ্য বিসিবির সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।