পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনন্য রেকর্ড গড়েছেন দেশটির তারকা লেগ স্পিনার শাদাব খান। তিনি চলতি পিএসএলে পরপর তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। গত রোববার (৬ ফেব্রুয়ারি) করাচি স্টেডিয়ামে পিএসএলের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় ইসলামাবাদ ও করাচি কিং।
এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান করে শাদাব খানের নেতৃত্বাধীন দল ইসলামাবাদ। টার্গেট তাড়া করতে নেমে শাদাব খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ১৩৫/৯ রানে ইনিংস গুটায় করাচি কিংস। ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট শিকার করেন শাদাব খান।
এর আগে, লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রানে ৪ উইকেট শিকার করেন শাদাব খান। তার আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন শাদাব খান।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।