টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় এদিন সকাল ৯টায়।
বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাটিং নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা ব্যাট করবো।
মনে হচ্ছে এটাই আমাদের দলের জন্য ভালো। উইকেট কিছুটা শুষ্ক লাগছে এবং আমাদের দলে একজন বাড়তি স্পিনার আছে। কুইন্টন ভালো বল পেটাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।’ সাকিব আল হাসানও আগে ব্যাটিং করতেন বললেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতাম।
তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলবো, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ। আমরা সব বিভাগেই উন্নতি করতে পারি। আজ নিজেদের প্রকাশ করার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে ৪০ ওভার ভালো খেলতে হবে আমাদের।’
বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।