চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে এখনও নিশ্চিত হয়নি। নিজেদের শেষ ম্যাচে আজ বিকাল ৪ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
জিতলেই সেমিতে যাবে কিউইরা। অপরদিকে, আফগানরা জিতলে লাভ হবে ভারতের। কারণ আফগানরা জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের।
এদিকে ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪ খেলার সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
পাকিস্তানের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড-ভারত ও আফগানিস্তান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।