বাংলাদেশ জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ ও ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতির গতি অনেক ধীর, সেই সঙ্গে তাদের গেম সেন্স খুবই নিম্নমানের। সাকিব, ব্রাভোদের মত পারফর্মারদের দলে নিয়েও জয়ের কাছে গিয়ে এক রানের হারে শিরোপাস্বপ্ন বিসর্জন দিতে হয়েছে ফরচুন বরিশাল দলকে।

দলের কোচ সুজন এমন হার মেনে নিতে পারছেন না। টানা চারবার রানার্স আপ হওয়ায় ভাগ্যকেও দুষছেন ফরচুন বরিশালের কোচ। হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে সুজন ফের তুলে ধরলেন বাংলাদেশ দলের পুরনো দুর্বলতার কথা। বাংলাদেশ জাতীয় দলের তার মতে, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ফাইনাল এবং এবারের বিপিএল দেখে মনে হয়েছে, খেলায় কখন, কীভাবে পরিস্থিতি বুঝে খেলতে হবে, সেই ‘গেম সেন্সে’ বাংলাদেশের ক্রিকেটারদের বড় ঘাটতি এখনো রয়ে গেছে।

কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘২ উইকেটে ১০০-র বেশি রান, ওখান থেকে তো ম্যাচ হারার কোনো কারণই আমি দেখি না। আমাদের ব্যাটিংটা আমরা ভালো দেখাতে পারিনি। শেষ দিকটা ভালো হয়নি। আমরা প্যানিক করেছি। আপনি যদি শেষের দিকে গিয়ে ৬ রানরেট তাড়া করতে না পারেন, তাহলে এটা তো খুবই জঘন্য ব্যাপার।’

 

কলমকথা/সাথী