দেশের ক্রিকেটের উন্নয়নে দলের কোচিং প্যানেল নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি দলের ব্যাটিং পরামর্শক হিসেবে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সকে। এবার বড় গুঞ্জন, বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য পাওয়া যায়। ড্যামিয়েন রাইট ২০১১ সালে উস্টারশায়ারের থাকাকালীন নিজের পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন। এরপর নিউজিল্যান্ড জাতীয় দল, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল তাসমানিয়া, ভিক্টোরিয়া, হোবার্ট হ্যারিকেন ও মেলবোর্ন স্টারসের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

২০২১ সালে আইপিএলের দল পাঞ্জাবের কোচ হিসেবে দেখে গিয়েছে। ১৯৯৭-৯৮ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং ইংলিশ কাউন্টির বেশ কয়েকটি দলের হয়ে খেলেন রাইট।

 

কলমকথা/সাথী