![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/589f13f3-ea51-4301-b342-f28a0b34542a_nn.jpg)
জাতীয় দলের হয়ে সাফল্য পেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই মুদ্রার উল্টো পিঠ দেখছেন বাবর আজম।
পিএসএলে আসরের দ্বিতীয় ব্যয়বহুল দল নিয়েও অধিনায়ক হিসেবে পিএসএলে নিজের অভিষেক বাবরের। কিন্তু আসরে টানা আট ম্যাচের আটটিতেই লজ্জার হারের তিক্ত স্বাদ পেয়েছেন করাচি কিংসের ‘নতুন’ অধিনায়ক বাবর আজম।
সেই সাথে গড়েছেন দলকে নিয়ে লজ্জ্বার একাধিক রেকর্ড। বর্তমান চ্যাম্পিয়ন এবং টেবিল টপার মুলতান সুলতান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে ৭ উইকেটে হেরেছে করাচি কিংস। যার মধ্য দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে এক আসরে টানা আট হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লো করাচি কিংস।
পিএসএল ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে ৮ ম্যাচ হারলো বাবর আজমের দল।
কলমকথা / বিসুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।