টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে ‘কার্যত’ বিশ্বকাপ থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে হারার দিনে লজ্জার এক রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এদিন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড ভাঙেন মুস্তাফিজুর রহমান। এর আগে ২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিলান্ডার।
চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে ১০টি ছক্কা হজম করে ফিলান্ডারকে হটিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ। এর মধ্যে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারেই দিয়েছিলেন তিনটি ছয়। গতকাল মুস্তাফিজ দুটি উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু ৪৩ রান দিলেন ৪ ওভারে! তার মধ্যে ইনিংসের শেষ ওভারে তিন ছক্কায় ১৯ রান দেন মুস্তাফিজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।