মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাঃ মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়ায় ১৬ দলীয় ক্রিকেট খেলার পরিসমাপ্তি হয়েছে। শুক্রবার (২৭ মে) পলাশবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকাল ২.৩০ ঘটিকায় শুরু হয়। পলাশবাড়ীয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট খেলার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুই শক্তিশালী লাহুড়িয়া ক্রিকেট একাদশ বনাম পলাশবাড়ীয়া ক্রিকেট একাদশ।
খেলায় লাহুড়িয়া একাদশ ব্যাট করতে নেমে দুই ওভার পরেই বৃষ্টি শুরু হয়।ভারিবর্ষণের কারণে মাঠে ক্রিকেট খেলার অনুপযোগী হয়ে পড়ে।পরে সমিতির সিদ্ধান্ত মোতাবেক উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে ক্রিকেট খেলা পরিত্যক্ত হওয়ায় উভয় দলের সম্মতিতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও পলাশবাড়ীয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ ফিরোজ এলাহী মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বেবী নাজনীন।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ইউনিটির সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউর রহমান রিজু,অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম চুন্নু,পলাশবাড়ীয়া স্কুলের প্রধান শিক্ষক ও খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদ আহম্মেদ, বেথুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ। খেলায় চমৎকার এবং মনোমুগ্ধকর ধারা বর্ণনা করেন মহম্মদপুরের কৃতি সন্তান মোঃ রফিকুল ইসলাম খোকন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।