বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের খুলনার বিপক্ষে ব্যাট করছে সাকিব আল হাসানের বরিশাল।
টস জিতে বরিশালকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানা খুলনা। আগের তিন ম্যাচের দুটিতে জেতা খুলনা তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। আগের দিনের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ এবং তার বদলে জায়গা পেয়েছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ শরিফউল্লাহ।
নিজেদের একাদশে চারটি পরিবর্তন এনেছে বরিশাল। বাদ পড়েছেন সৈকত আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও ডোয়াইন ব্রাভো। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, শফিকুল ইসলাম ও মুজিব উর রহমানকে।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, জ্যাক লিনটট।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।