লিটন দাসের প্রথম সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
আশা করা হচ্ছিল বড় সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনে হাসান আলির তোপে ৩৩০ রানে অলআউট বাংলাদেশ। হাসান একাই শিকার করেছেন ৫ উইকেট।
মুমিনুল হকদের ৩৩০ রানের জবাবে প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান।
২৪ ওভারেকোনো উইকেট না হারিয়ে ৭০ রান জমা করে ফেলেছেন দুই উদ্বোধনী ব্যাটার।
মেহেদী হাসান মিরাজের বলে বেরিয়ে ছক্কা মেরে ১২৭ বলে ৫০ রান পূরণ করে উদ্বোধনী জুটি। যদিও এই জুটি আরো আগেই ভাঙতে পারত বাংলাদেশ।
সেই সুযোগ এনে দিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বল একটু ভেতরে ঢুকে শফিকের প্যাডে লাগে। কিস্তু ব্যাট না প্যাডে লেগেছে তা বোঝা কঠিন ছিল। রিভিউ নিতে পারতেন মুমিনুল। কিন্তু ঝুঁকি নিলেন না।
পরে রিপ্লেতে দেখা গেছে বল আগে লাগে প্যাডে। রিভিউ নিলে ফিরে যেতেন শফিক। সে সময় ৯ রানে ছিলেন তিনি।
বলা যায় মুমিনুলের ’অবিবেচক সিদ্ধান্তে’ জীবন পেলেন শফিক। সেই শফিক এখন ৮০ বল খেলে ২৭ রানে অপরাজিত। অর্থাৎ রিভিউ না নেওয়ার মাশুল গুনছেন মুমিনুল।
অন্যপ্রান্তে অবশ্য দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন আবিদ আলি। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৪ বলে ফিফটি ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।