উইকেট কিপিং নিয়ে বাংলাদেশ দলে বেশ কিছুদিন যাবৎ চলছে নানা পরীক্ষা। মুশফিক নাকি সোহান-এই দ্বন্দ্বে বিভক্ত পুরো দেশ। তবে বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবালের সোজা কথা, তিনি যতদিন অধিনায়কের দায়িত্বে থাকবেন ততদিন তার দলে কিপারের ভূমিকায় থাকবেন মুশফিকুর রহিম।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তামিম এ কথা জানান। এছাড়া এই সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি আরেকটা জিনিস চিন্তা করেছি।
বেশ কিছুদিন থেকে ইমরুল কায়েসকে ওয়ানডে দলে নেয়ার চেষ্টা করেছি। তাকে ওপেনিংয়েই খেলাতে হবে এমন না, সে ৩,৪,৫ যেকোনো পজিশনে খেলতে পারে। আমি ইমরুলকেও বিষয়টি জানিয়ে রেখেছি। প্রতিবার দলে নতুন মুখই আনতে হবে এমন কোনো কথা নাই, কেউ ভালো করলে তাকে কেন সুযোগ দেয়া হবে না!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।