ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে দলটি গড়ে ফেলেছে লজ্জার এক রেকর্ড। তবে এর আগেই রোহিত শর্মা গড়েছেন আরও একটি।

মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে নেমে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান রোহিত।

তাতেই আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা চলে যায় তার দখলে। এ বারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৪ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন রোহিত।

তার আগে এই কীর্তি ছিল হরভজন সিং, পার্থিব পাটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার দখলে। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন। এ বারের আইপিএলে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে মাত্র ১১৪ রান করেছে রোহিত শর্মা। গড়টা মাত্র ১৬.২৮!